বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

সিংড়ায় জমি সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

সিংড়ায় জমি সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১৫

 

নাটোরের সিংড়ায় জমিতে সেচ দেওয়া নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।

সিংড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কদমকুড়ি মাঠের একখণ্ড জমির মালিকানা নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল রাত ৯টার দিকে বিরোধপূর্ণ জমিতে সেচ দিতে গেলে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এসময় আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে কমদকুড়ি গ্রামের মান্নানের ছেলে মো. ফরিদ, আবুল হোসেনের ছেলে ইব্রাহিম, আব্দুর রাজ্জাকের ছেলে মো. মাসুদ রানাসহ একই গ্রামের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ইব্রাহিম বলেন, আমাদের এলাকার বিএনপিকর্মী মানিক, রতন, রহিদুলসহ অনেকে আমাদের পৈতৃক জমি জবরদখল করতে চায়। আমরা এগুলোর বাধা দিতে গেলে তারা হুমকি ধামকি দেয়। শনিবার সন্ধ্যার পরে বাজার থেকে আমরা আসার সময় ওরা আমাদের ওপর আক্রমণ করে। কিছু বুঝে ওঠার আগেই ওরা আমাদের গুলি করে। আমাদের অনেকের গুলি লাগে। কোনোমতে পালিয়ে জীবন বাঁচিয়েছি।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত ব্যক্তিদের নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, সেচ দেওয়া নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুর পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযুক্তরা সবাই পলাতক রয়েছে। বিষয়টা নিয়ে আমরা তদন্ত করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn