সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার উদ্বোধন করলো উপজেলা প্রশাসন

সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার উদ্বোধন করলো উপজেলা প্রশাসন

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জনসাধারণের দুর্ভোগ কমাতে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবারাহ করতে কক্সবাজার সদরে উদ্বোধন হলো (কৃষকের বাজার)ন্যায্যমূল্যের বাজার ।

রবিবার (৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা কৃষি ও প্রাণিসম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা বাজারের পাশে এই কৃষি বাজারের যাত্রা শুরু হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী জানান,প্রাথমিকভাবে এই বাজার দুটি দোকান দিয়ে শুরু হয়েছে। বাজারটি মূলত কৃষকের,কৃষকেরা তাদের উৎপাদিত ফসল এই বাজারে নিয়ে আসবে আর ক্রেতারা সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে পণ্য নিতে পারবেন।এই কৃষক বাজারের দোকানগুলোতে পণ্যের মূল্য তালিকা টানানো থাকায় বাজারের অন্যান্য সবজির দোকানে মূল্য তালিকা টানানো হয়েছে। এতে ক্রেতাগন মূল্য তালিকা দেখে সবজি কিনতে পারবে।

তিনি আরও জানান, প্রথম দিনেই এই কৃষক বাজার নিয়ে স্হানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। নিত্যপণ্যের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপজেলার বিভিন্ন স্হানে পর্যায়ক্রমে এই বাজার বসানোর পরিকল্পনা রয়েছে।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নেজামী,সদর উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণী সম্পদ কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক,সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn