রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সারা দেশের মতো পূর্ব মেদিনীপুরেও পালিত হচ্ছে মহাবীর জয়ন্তী, উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

সারা দেশের মতো পূর্ব মেদিনীপুরেও পালিত হচ্ছে মহাবীর জয়ন্তী, উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

 

১২ই এপ্রিল রবিবার, মহাবীর জয়ন্তী উৎসব পালিত হচ্ছে কলকাতা সহ সারা জেলায়, তেমনি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটেও জৈন মন্দিরে পালিত হচ্ছে মহাবীর জয়ন্তী, মন্দিরে আরতি করতে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি আজকের মহাবীর জয়ন্তী উৎসব উপলক্ষে বাবার মাথায় জল ঢালতে রাস্তায় ভক্তরা সারিবদ্ধভাবে কাঁধে বাঁক নিয়ে ভোলে বাবা পার করেগা, বাবার নাম স্মরণ করতে করতে চলেছেন।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বেশ কিছুক্ষন জৈন মন্দিরে সময় কাটান ,এরপর সাংবাদিকদের মুখোমুখি হন,

তিনি বলেন, ফিরহাদ হাকিম বলেছেন গতকাল কসবা ডি আই অফিসে শিক্ষকরা কেন গিয়েছিলেন , কোন ফাইল যদি মিসিং হয়ে যেত।

চাকরি হারাদের নিয়ে একুশে এপ্রিল কি নবান্ন চলো অভিযান হচ্ছে, আপনি কি থাকবেন,

সমাধান না হওয়া অবদি বেতন দেওয়া হবে , জানালেন শিক্ষামন্ত্রী।

কার নির্দেশে চাকরি হারার পেটে লাথি , দিলেনই বা কোন অফিসার, এবার এস এস সি তে পৃথকভাবে তদন্তের নির্দেশ সিপির।

বিভিন্ন প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন, আজ এতগুলি চাকরি হারার ফলে তাদের পরিবার বিপদের সম্মুখীন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn