শুক্রবার - ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস!

সারাদেশে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস!

 

প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাস : ২০ মার্চ ২০২৫! ০৯:৪১ পিএম
আগামী রোববার ও সোমবার (২২ ও ২৩মার্চ) সারাদেশের ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়।
তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি আশঙ্কা করা হচ্ছে।
বিশেষ করে সোমবার (২৩ মার্চ) কালবৈশাখী ঝড় প্রায় তেঁতুলিয়া দিয়ে প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করতে পারে।

বৃহস্পতিবার (২০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোষ্টে এ আভাস দেন।

আবহাওয়াবিদ:
মোঃ মোস্তফা কামাল পলাশ।

এতে বলা হয়, আগামী সোমবার (২৩ মার্চ) ঢাকা শহরের উপর দিয়েও শক্তিশালী কালবৈশাখী ঝড়,তীব্র বজ্রপাত অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে।
একইসঙ্গে তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি আশঙ্কা করা হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো.হাফিজুর রহমানের নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানায়, বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ৩টা ৩০ মিনিট থেকে আগামী শুক্রবার (২১ মার্চ) রাত ১টা পর্যন্ত রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn