সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

সাভারে ২ শ্রমিক কুপিয়ে জখম করলেন বিএনপি’ নেতার ভাগ্নে মাসুম

সাভারে ২ শ্রমিক কুপিয়ে জখম করলেন বিএনপি’ নেতার ভাগ্নে মাসুম

 

সাভার পৌর ৭ নং ওয়ার্ডের মজিদপুর এলাকার আসলাম এর বাড়ির ভাড়াটিয়া,মোঃ আরিফ (২৫) ও তার সঙ্গীয় কালাম নামে দুই জনে কর্মচারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে।সাভার পৌরসভার ওয়ার্ড বৃহস্পতিবার (২১শে নভেম্বর) মজিদপুর জিকে গার্মেন্টস এর সামনের এক গলির হোটেলের সামনে এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
আরিফ সাভারের পাঠাও কুরিয়া সার্ভিসে কর্মরত এবং তার অপরজন কালাম সাভার বাস স্ট্যান্ডে মোবাইল এর যন্ত্রাংশ বিক্রয় করে।

হাসপাতালের চিকিৎসক ও আহত ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, বিবাদীগন দেশীয় অস্ত্রের ভয় দেখিয়া আমাদের কাছে যা কিছু আছে টাকা পয়সা বের করতে বলে।তখন আমরা আমাদের নিকটে থাকা টাকা পয়সা দিতে অস্বীকার করিলে ১ নং বিবাদী সাভার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ আব্দুর রহমান এর ভাগ্নে
মাসুম ( ওরফে কালু মাসুম) তার হাতে থাকা সুইচ গিয়ার চাকু দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার মাথায় আঘাত করিলে মাথার বাম পাশে লাগিয়া গুরুতর রক্তাক্ত জখম করে। তারপর ২ নং বিবাদী মৃদুল এর হাতে থাকা হকিস্টিক দিয়ে আঘাত করিলে আমার পিঠে ছ্যাঁচা রক্তাক্ত জখম হয়। ৩নং বিবাদী সাজ্জাদ এর হাতে থাকা কাঠের লাঠি দিয়ে আমার সঙ্গে থাকা কালাম এর মাথায় আঘাত করিলে উক্ত আঘাত ফেরাইতে গেলে তার বাম হাতে লাগিয়া রক্তাক্ত জখম হয়। ৪ ও ৫ নং বিবাদী সহ অজ্ঞাতনামা ৭/৮ জন বিবাদীদের হাতে থাকা হকিস্টিক দিয়ে আমাদেরকে এলোপাথারীভাবে মারধর করিয়া শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। একপর্যায়ে আমরা দুইজনই গুরুতর রক্তাক্ত জখম হইলে ১নং বিবাদী মাসুম আমার পকেটে থাকা নগদ ১২,৬৭০/-টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং আমার সঙ্গে থাকা কালাম এর নগদ ২৩,০০০/-টাকা এবং ১টি স্যামসং মোবাইল, নম্বর-০১৬২৬০০৬৮১৮, মূল্য ১২,০০০/-টাকা ছিনিয়ে নেয়। তখন আমাদের চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন প্রাণ নাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

সূত্রে জানা যায়, সাভার পৌর ৭ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ আব্দুর রহমান এর ক্ষমতার অপব্যবহার করে এ বিভিন্ন নাশকতা কাজ করেন তার আপন বোনের ছেলে মাসুম ( ওরফে কালু মাসুম)।

এ বিষয়ে অভিযুক্ত মাসুমের কাছে জানতে চায়লে বলেন,ভিত্তিহীন অভিযোগ। তদন্ত কর্মর্কতা উপপরিদর্শক মো:কাদের শেখ জানান বিষয়টি তদন্তধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn