রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাভারে এক ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা, গাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ- আটক-১

সাভারে এক ব্যবসায়ীর উপর অতর্কিত হামলা, গাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ- আটক-১

 

 

সাভারে এক ব্যবসায়ী উপর অতর্কিত হামলা, গাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত বুধবার (২রা এপ্রিল) রাতে বিরুলিয়া খেয়াঘাট এলাকায় ফাহাদ আহমেদ নামের এক ইট ভাটার ব্যবসায়ী উপর এ হামলা চালায় বিরুলিয়ার মামুন ও বিল্লাল বাহিনী। এ ঘটনায় ব্যবসায়ী ফাহাদ আহমেদ সহ আরো ৩ জন আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পর ভুক্তভোগী ফাহাদ আহমেদ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৬। তারিখ ০৩/০৪/২৫ইং।

অভিযুক্তরা হলেন বিরুলিয়া ইউনিয়নের কাকাব এলাকার ১.মোহাম্মাদ মামুন ২.বিল্লাল ৩.আলি আশরাফ ৪.জসীম উদ্দীন ৫। দেলোয়ার হোসেন ৬। মেহেদী ৭। কাউসার মোল্লা সহ অজ্ঞাত ২৫/৩০ জন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী
ঘটনার দিন ৭টার দিকে আশুলিয়া রুস্তমপুর এলাকা থেকে বিরুলিয়া রোড দিয়ে আমিনবাজার যাওয়ার উদ্দেশ্যে তার বন্ধু (ক) সালমান (২৯), পিতা-আজাদ রহমান, (খ) মোঃ জীবন (৩৩), পিতা-মৃত মোঃ মুসলিম, (গ) সজিব (৩০), পিতা-আক্তার হোসেন সহ প্রাইভেটকার গাড়ি নং-ঢাকা মেট্রো-গ-১৫-৬২৬৮ যোগে রওনা করে। একই তারিখ রাত ৮ টার দিকে বিরুলিয়া খেয়াঘাটের একটি মুদি দোকানের সামনে পৌছামাত্রই অভিযুক্তরা ৫/৬ টি মোটরসাইকেল নিয়ে তাদের হাতে থাকা পিস্তল সহ দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, চাপাতি, ছুরি, সুইচ গিয়ার চাকু, এসএস শাইপ সহ তাদের গতিরোধ করে হামলা চালিয়ে সবাইকে আহত করে। ভোক্তভোগীর ব্যবসায়িক কাজের নগত ৫,৩০,০০০/-টাকা ছিনিয়ে নিয়ে যায়। দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে গাড়ি ভাংচুর করে। এতে প্রায় ১,০০,০০০/-টাকার ক্ষতিসাধন করে।

ভুক্তভোগী ফাহাদ আহমেদ জানান, আমি ব্যাবসায়ী মানুষ। ঘটনার দিন সন্ধ্যার দিকে কর্মচারীদের টাকা দেওয়ার উদ্দেশ্যে আমার বন্ধুদের সাথে নিয়ে প্রাইভেটকার গাড়ি নং-ঢাকা মেট্রো-গ-১৫-৬২৬৮ যোগে বাড়ি থেকে বের হই। রাত ৮ টার দিকে বিরুলিয়ার খেয়াঘাট এলাকায় যাওয়ামাত্রই অভিযুক্তরা আমাদের উপর হামলা চালায়। এতে আমি সহ আমার সাথে থাকা তিন বন্ধু আহত হন। তারা দেশিয় অস্ত্র দিয়ে আমাদের গাড়ি ভাংচুর করে আমার কাছে থাকা ৫ লক্ষ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। একজন আটক আছে। বাকিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ সাভারের বিরুলিয়া ব্রীজ ফুড কোর্ট মার্কেটের বিভিন্ন দোকানে চাঁদা দাবি, ভাংচুর ও মারপিটের ঘটনায় উক্ত আসামিদের বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে। মামলা নং-০৭। তারিখ ০৩/০৪/২৫ইং।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn