
সাভারের শ্রী শ্রী লক্ষীদেবী মাতা মন্দির ৭৯ তম বার্ষিক কীর্তন অনুষ্ঠিত
সাভারের রাজফুলবাড়িয়া শ্রী শ্রী লক্ষীদেবী মাতা মন্দির অনুষ্ঠান ও ৭৯ তম বার্ষিক কীর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।
ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন, সবার উচিত প্রভুদয়াময়ের শ্রেষ্ঠ যে জীব সেই জীবের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। মহাপ্রভু সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য আমাদের এক হয়ে কাজ করতে হবে।সেই সাথে মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, `মন্দিরে যখন উলুধ্বনি হয় তখন হিন্দু ভাইয়েরা মন্দিরে ছুটে যান। আবার যখন মসজিদ থেকে প্রাণের আলো ছড়ানো সুরধ্বনি আযানের ধ্বনি শোনা যায় তখন আমরা ছুটে যাই মসজিদে। আর এটা সম্ভব হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র হিসেবে তারেক রহমানের জন্য।
তিনি বলেন, ‘ধর্ম যার যার, কিন্তু উৎসব তো সবার’ তাই তো দলমত ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষ এই যজ্ঞে এসেছেন। যেটা সত্যিই ভালো লাগার বিষয়। আমি যেমন তেঁতুলঝোড়া ইউনিয়ন বাসীকে ভালোবাসি, ঠিক তেমনি ঢাকা জেলাবাসী আমার সকল সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করেন। তার প্রমাণ শ্রী শ্রী লক্ষীদেবী মাতা মন্দির ৭৯ তম বার্ষিক কীর্তন হাজার হাজার মানুষের সমাগম ও সুশৃঙ্খলভাবে যজ্ঞ পরিদর্শনই প্রমাণ করেছে। তিনি আরো বলেন আমি ঢাকা জেলা যুবদল ক্ষুদ্র একজন কর্মী হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে সাবেক জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে তেঁতুলঝোড়া ইউনিয়ন বাসী গণমানুষের অনুরোধে এ উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছি। আর যতদিন বেঁচে থাকবো তেঁতুলঝোড়া ইউনিয়ন বাসী সহ এ ঢাকা জেলার সাধারণ মানুষের কথা ভেবে তাদের কল্যাণেই কাজ করছি এবং করে যাবো।