
সাভারের ভাষা শহীদদের প্রতি শাওনের শ্রদ্ধা নিবেদন
সাভারের ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন এর নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সাভার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন। এসময় শহীদ মিনার এলাকায় বিএনপি নেতাকর্মীদের ঢল নামে।
ঢাকা জেলা যুবদল নেতা ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন বলেন,১৬ বছর পর অধিকার ফিরে পেয়েছি।আমরা উন্মুক্ত পরিবেশে শ্রদ্ধা জানাতে পেরে আনন্দিত। আমরা এই দিবসে শহীদদের শ্রদ্ধা এবং তাদের মায়েদের সালাম জানাই। যাদের কারণে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। এই দিবসে আমরা প্রত্যাশা করছি আমরা শুদ্ধ মাতৃভাষায় কথা বলব এবং ভাষা সংরক্ষণ করবো।
তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে জেলখানায় বন্দি করে রেখেছিল। আজকে আমরা মুক্ত বাতাসে মুক্ত হাওয়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছি। এতে বিএনপির সকলেই গর্বিত।
এসময় সাভারে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।