সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সাবেক স্বামীর হাতে খুন

বগুড়ার শাজাহানপুরে ছোট বোনের সাবেক স্বামীর ছুরিকাঘাতে নার্গিস আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।গতকাল ৩০ আগস্ট বুধবার রাত ৮টার দিকে উপজেলার সুজাবাদ পাথর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে৷
এসময় নার্গিসকে বাঁচাতে গিয়ে তার স্বামী রেজাউল করিম আহত হন। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বছর দুয়েক আগে নার্গিসের ছোট বোন শারমিনের সঙ্গে গাইবান্ধার সাঘাটার আনারুল ইসলামের বিয়ে হয়। পারিবারিক নানা কলহ নিয়ে প্রায় ৭ মাস আগে তাদের মধ্যে বিচ্ছেদ হয়।
এরপর থেকে শারমিন বড় বোন নার্গিসের বাড়িতেই থাকতেন। বুধবার রাতে আনারুল সেখানে গিয়ে তার সাবেক স্ত্রীকে ফিরিয়ে আনতে চাইলে নার্গিস তাতে বাঁধা দেন। এ নিয়ে ঝগড়া শুরু হলে আনারুল নার্গিস ও তার স্বামী রেজাউলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনার পর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে আনলে চিকিৎসক নার্গিসকে মৃত ঘোষণা করেন।
ওসি শহিদুল ইসলাম আরও বলেন, আনারুল পলাতক আছেন। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn