শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা এবং নৌ-পরিবহন মন্ত্রী, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ’র সহ-সভাপতি, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ আফছারুল আমীন ২ জুন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৬ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা প্রবীণ এই রাজনীতিবিদ ও সংসদ সদস্যের মৃত্যুতে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. এ. লতিফ গভীর শোক প্রকাশ করেছেন।
শোক বার্তায় তিনি বলেন-মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন এবং বৃহত্তর চট্টগ্রামে তৃণমূল পর্যায় হতে রাজনীতিতে একজন সুদক্ষ সংগঠক হিসেবে মরহুম তাঁর অসামান্য অবদান রেখেছেন। তিনি ছিলেন সৎ ব্যক্তিত্ব ও মানবসেবায় নিবেদিত প্রাণ সমাজ সেবক। তাঁর মৃত্যুতে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।