শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাধ্যের মধ্যে গরু পাওয়া যাচ্ছে চট্টগ্রাম রাজ এগ্রোতে

বশির আহাম্মদ রুবেল
আসন্ন পবিত্র ঈদুল আযহা কে কেন্দ্র করে ক্রমশই জমে উঠেছে চট্টগ্রামের এগ্রো ফার্মগুলো।বুকিং দিয়ে গরু রেখে যাওয়ার সুবিধার কারণে অনেকেই আগে থেকেই কোরবানির পশু ক্রয় করা শুরু করেছেন।

শনিবার রাতে জেল রোড, আমানত শাহ মাজারের পরে আনসার ক্লাব এর পাশে , পাথরঘাটা হাজী নজু মিয়া লেইন এর মুখে,রাজবাড়ী সংলগ্ন মাঠ প্রাঙ্গনে
চট্টগ্রামের অন্যতম এগ্রো ফার্ম রাজ এগ্রোর বিক্রয় ও প্রদর্শনীর উদ্বোধন করতে আসেন চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দিন,

তিনি ফার্মের গরু গুলো ঘুরে ঘুরে দেখেন,আ জ ম নাসির উদ্দিন বলেন,জননেত্রী দেশনেত্রী শেখ হাসিনার যে পরিকল্পনা রয়েছে তাতে দেশ খুব শীগ্রই স্মার্ট বাংলাদেশে পরিণত হবে। আমরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়ে দেশের অর্থনীতিকে আরো অবদান রাখার সর্বাত্মক চেষ্টা করে যাব।তিনি যুব সমাজকে অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি নগরবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ও জানান।
মঈন মাশরুর আহমেদ (স্বত্বাধিকারী) রাজ এগ্রো তিনি বলেন, আমরা নগরবাসীকে আমাদের ফার্মটি ভিজিট করার অনুরোধ করছি, আমাদের এখানে স্বাস্থ্যসম্মত, সুন্দর রংগের ও সমাজের সব শ্রেণীর মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কোরবানির পশুর হয়েছে। আমরা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে পশু লালন পালন করে থাকি।সারা বছরই আমরা তবে পশু বেচাকেনা করে থাকি। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমাদের রয়েছে বিশেষ কালেকশন।
বিশেষ অতিথি হিসেবে কাউন্সিলর পুলক খাস্তগীর বলেন,মাইন্ড মারুফ আহমেদ আমাদের এলাকার জন্য একটি উদাহরণ, এই তরুণ ছেলেটি বিদেশ থেকে পড়াশোনা করে বাংলাদেশে এসে গরুর ফার্ম করেছে এটি তরুণ সমাজকে উদ্বুদ্ধ করবে, আমি রাজ এগ্রো তে দেখেছি অনেক ভালো মানের গরু রয়েছে,

এ সময় আরো উপস্থিত ছিলেন, আশফাক আহমেদ (ওয়ার্ড আওয়ামী লীগ এর ​​যুগ্ম আহবায়ক),জাহাঙ্গীর দোভাস (বিশিষ্ট ব্যবসায়ী),আনিসুর রহমান ইমন,,নাসির উদ্দিন,এমডি ইকবাল,জোবায়ের আহমেদ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn