
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা মালদহে, লরির ধাক্কায় ৩ জন নিহত
সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ গেল টোটো চালকসহ ৩ জনের। গুরুতর আহত টোটোর এক যাত্রী। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর সাড়ে ৫ টায় ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মালদার গাজোল থানার দেওতলা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে প্রকাশ, এদিন ভোরের দিকে দেওতলা থেকে একটি টোটো গাজোলের দিকে যাচ্ছিল। টোটোতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেউ সবজি, কেউ মাছ কিনতে আড়তে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথে দেওতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে টোটোটি দুর্ঘটনার কবলে পড়ে। মালদা থেকে গঙ্গারামপুর গামী একটি লরি টোটোতে সজোরে ধাক্কা মারে পালিয়ে যায়। ধাক্কায় ঘটনাস্থলে টোটোটি দুমড়ে মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই চালকসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। টোটোর একযাত্রী গুরুতর আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। এদিকে এ দুর্ঘটনার খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহ ৩টি উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ঘটনার তদন্ত শুরু করে।