বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

সাতসকালে দিল্লিতে ভূমিকম্প, সাবধান থাকার বার্তা মোদির

সাতসকালে দিল্লিতে ভূমিকম্প, সাবধান থাকার বার্তা মোদির

 

 

সাতসকালে কাঁপল ভারতের রাজধানী দিল্লিতে। সোমবার (১৭ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ৫টায় আচমকাই কেঁপে ওঠে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদের বিস্তীর্ণ এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। তবে কম মাত্রার ভূমিকম্প হলেও ভালোরকম কম্পন অনুভব করেছেন দিল্লিবাসী। এহেন পরিস্থিতিতে সকলকে শান্ত এবং সতর্ক থাকতে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ন‍্যাশনাল সেন্টার অফ সেসিমিলজি সূত্রে প্রকাশ, এদিন সকাল ৫টা ৩৬ মিনিটে কেঁপেছে দিল্লির বিস্তীর্ণ এলাকা। দক্ষিণ দিল্লির ধৌলাকুঁয়াতে কম্পনের উৎসস্থল। সেখানে অবস্থিত দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশ‍্যাল এডুকেশনের কাছেই কম্পন তৈরি হয়েছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল কম্পনের এপিসেন্টার। রিখটার স্কেলে ৪ মাত্রায় ভূমিকম্প হলেও যথেষ্ট বেশি কম্পন অনুভব করেছেন দিল্লিবাসী। আতংকিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছেন। ঘরের মধ‍্যে দুলতে থাকা জিনিসপত্রের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনেকে। তবে এখনও কম্পনের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn