রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

 

অন্তবর্তীকালিন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্ব প্রাপ্ত উপদেষ্টার ব্যক্তিগত সহকারী ডাঃ মাহমুদুল হাসান সাতক্ষীরার আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

১৩ ডিসেম্বর শুক্রবার দুপুরে তিনি সাতক্ষীরার আশাশুনি হাসপাতাল পরিদর্শন করে তিনি বলেন, ‘স্বাস্থ্য সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকার বদ্ধপরিকর। আমরা চাই মানুষ যেন তার নিজ গ্রাম বা বাড়ী থেকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারে সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।’

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাজ করতে যেয়ে কিছু বাঁধার সম্মুখীন হচ্ছি। সেটির একটি হল জনবল। সরকার বিভিন্ন পরিকল্পনা করছে কিভাবে এই জনবল বাড়ানো যায়।

তিনি আশ্বাস দিয়ে বলেন, খুব অচিরেই এই এসকল সমস্যা সমাধান করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রসুন কুমার মন্ডল, অবসর প্রাপ্ত সাতক্ষীরার সাবেক সির্ভিল সার্জন তৈয়বুর রহমান, ডাঃ আমিনুল ইসলাম, আশাশুনি উপজেলা জামায়েত আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নব নির্বাচিত সেক্রেটারি মাওলানা আনারুল হক, অফিস সহকারী জিএম জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ডাক্তার রোকনুজ্জামান, সদর ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মোঃ আব্দুল্লাহ, কর্ম ও শুরা সদস্য এবিএম আলমগীর হোসেন পিন্টু, সদর ইউনিয়ন সেক্রেটারি বাবলু, সদর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল কাশেমসহ সেক্রেটারি হযরত আলীসহ হাসপাতালের বিভিন্ন কর্মকতা কর্মচারী।

হাসপাতাল পরিদর্শন কালে তিনি স্টোর রুম, এক্সে রুম, পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে ঘুরে দেখেন এবং রোগীদের সাথে কথা বলেন ও খোঁজ খবর নেন। তিনি হাসপাতালের জনবল কাঠামো উন্নয়ন খাদ্যর মান বাড়ানো সহ বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের কথা বলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn