বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৬ কেজি রৌপ্য আটক

সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৬ কেজি রৌপ্য আটক

 

সাতক্ষীরার মাদরা সীমান্তে বিজিবির অভিযানে ৬ কেজি ৬০৭ গ্রাম রৌপ্য আটক করা হয়েছে। আটক রৌপের মূল্য ১৩ লক্ষ ৮৭ হাজার ৪৭০ টাকা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার উত্তর ভাদিয়ালী থেকে উক্ত রৌপা আটক করা হয়। তবে, বিজিবির উপস্থিতি টেয় পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার মাদরা বিওপির দায়িত্বাধীন সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৯ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর ভাদিয়ালী নামক স্থান হতে রৌপ্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে বলে খবর পাওয়া যায়।

উক্ত খবর প্রাপ্তির পর মাদরা বিওপির নায়েব সুবেদার মোঃ ইলিয়াছ হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা পায়ে হেটে বর্ণিত এলাকায় আগমনের পর বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে ১টি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে আভিযানিক দল উক্ত স্থানে তল্লাশী করে চোরাকারবারীদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগের মধ্য হতে ৬ কেজি ৬০৭ গ্রাম নুপুর, ব্রেসলেট, বাচ্চাদের চুরি ও পাথরসহ আংটিসহ রূপার গহনা উদ্ধার করে।
উদ্ধারকৃত ভারতীয় রূপার গহনা বাংলাদেশ জুয়েলার্স সমিতি, সাতক্ষীরা হতে প্রকৃত ওজন ও মূল্য নিরূপন করতঃ কোর্টের আদেশ গ্রহণ ও যথাযথ আইনি কার্যক্রম সম্পন্ন শেষে সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীণ রয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি উক্ত রূপা আটকের খবর নিশ্চিত করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn