সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় নববর্ষের শোভাযাত্রা ও দশ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

সাতক্ষীরায় নববর্ষের শোভাযাত্রা ও দশ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন

 

পহেলা বৈশাখ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। একই সাথে দশদিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। সাথে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ড্রেস কোড ফতুয়া, লুঙ্গি ও গামছা। যা এক বিশেষ বাঙালিয়ানার ছোঁয়া এনে দিয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭ টায় জেলা কালেক্টরেট চত্বরে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

শোভাযাত্রাটি কালেক্টরেট পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে। এসময় নানান রঙের ফেস্টুন, মুখোশ ও বাংলার ঐতিহ্যবাহী অনুষঙ্গ নিয়ে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

শোভাযাত্রা শেষে বেলুন -ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসক উদ্বোধন করেন ১০ দিনব্যাপী বৈশাখী মেলার।

এসময় সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ মোঃ আবুল কালাম বাবলা, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn