সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় অস্ত্র উদ্ধার

চট্টগ্রামে মো. সাজ্জাদ হোসেন শিবুল (২৬) নামে এক আসামির অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১২টার দিকে সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান রসুলাবাদ রমজুর বাপের বাড়ির আসামির গোয়ালঘর থেকে দুই রাউন্ড কার্তুজসহ দেশীয় তৈরি এলজিটি উদ্ধার করা হয়। শিবলু ওই গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ১২ আগস্ট ফোরকান নামের এক যুবককে দেশীয় তৈরি এলজি দিয়ে গুলি করে আহত করেন শিবলু। এ ঘটনায় মামলা হয়। ওই মামলায় শিবলু ২৭ আগস্ট আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে প্রেরণ করেন আদালত।
এরপর ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ জিজ্ঞাসাবাদের জন্য শিবলুর রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের আদেশে মঙ্গলবার তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গুলির কথা স্বীকার করেন। পরে রাতে তাকে নিয়ে অভিযান চালিয়ে তার বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘর থেকে দুই রাউন্ড কার্তুজসহ অস্ত্রটি উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের ঘটনায় বুধবার সকালে পৃথক মামলা হয়েছে। শিবলুর বিরুদ্ধে সাতকানিয়া থানায় মারামারি, চুরি, হত্যা চেষ্টার আরও পাঁচটি মামলা রয়েছে। রিমান্ড শেষে তাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn