বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সাড়ম্বরে নিউজ কলকাতা’র দীঘা সাহিত্য উৎসব

সাড়ম্বরে নিউজ কলকাতা’র দীঘা সাহিত্য উৎসব

 

সম্প্রতি মেদিনীপুর জেলার নিউ দীঘা সমুদ্র তীরবর্তী জাহাজবাড়ি সংলগ্ন এক বেসরকারি অতিথিশালাতে অনুষ্ঠিত হয়ে গেল নিউজ কলকাতা পরিবার এর দীঘা সাহিত্য উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজবন্ধু তথা মানবরত্ন প্রাপ্ত অমর চাঁদ কুণ্ডু,সমাজসেবী ডলি কুণ্ডু,শিক্ষক অরুন কুমার রায়,সাহিত্যিক নিত্য গোপাল চক্রবর্তী প্রমুখ। অমর চাঁদ বলেন,’পরিবার আরও এগিয়ে চলুক,খুব ভালো কাজ করে চলেছে,আমি আজীবন যুক্ত থাকবো।’
অনুষ্ঠানে বক্তৃতা, কবিতা পাঠ, আবৃত্তি,নাচ,গান শ্রুতি নাটক, কবিতাকোলাজ পরিবেশন করা হয়।
আগত সমস্ত শিল্পীরা নিজ নিজ কলা কুশল পরিবেশনের সাথে সাথে নিউজ কলকাতা পরিবারের তরফ থেকে আগামী দিনেও যুক্ত থাকতে চান এবং সবাই মিলে এই সাহিত্য সভায় আনন্দ উপভোগ করার জন্য নিউজ কলকাতা পরিবার কে ধন্যবাদ জানালেন এবং ভবিষ্যতে আরও সুন্দর অনুষ্ঠান এর জন্য অপেক্ষা করবেন বলে জানান।প্রত্যেকেই তাদের কলা কুশলের মাধ্যমে তাদের সুন্দর অভিজ্ঞতাকে তুলে ধরেন যা সেদিন এর সন্ধ্যা কে আরো মনোময় রঞ্জিত করে তোলে!কবি পার্থ ব্যানার্জি তার সুন্দর ও মজার কবিতার মাধ্যমে সুন্দর পরিস্থিতি তুলে ধরেন।হাবিবুল আলম তার রচিত কবিতা ও গান শোনান যা সকলকে মুগ্ধ করে।এছাড়া সমসাদ বেগম, প্রিয় চ্যাটার্জী ও প্রণতি সাহা তাদের কবিতা গান ও বক্তব্য পেশ করেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কোর কমিটির আর সদস্যা নমিতা দেব ও পার্থ ব্যানার্জি। কোর কমিটির সদস্য হাবিবুল আলম বলেন,এই পরিবারের সাথে যুক্ত থাকার আহ্বান জানান, সাথে সাথে পরিবার শুধু সাহিত্য নয়,সমাজসেবা,শিক্ষামূলকভ্রমণ, ম্যাগাজিন প্রকাশ প্রভৃতি ক্ষেত্রে কাজ করে চলেছে।অনুষ্ঠানে মান্নার কণ্ঠের সুন্দর গান ও উপহার দেন বিশিষ্ট শিল্পী অনিল বরণ ঘোষ ও তার ছাত্রী জয়া দাস।যা অনুষ্ঠানে নতুন মাত্রা পায়।দ্বিতীয় দিনে জগন্নাথমন্দির,ওল্ড দীঘা,মোহনা,তালশারি, মন্দারমণি ভ্রমণের মধ্যদিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
সব মিলিয়ে দীঘা সাহিত্য উৎসব অনবদ্য হয়ে ওঠে ,যা আগামী দিন আমাদের মনের স্মৃতির মণিকোঠায় রাখা থাকবে।এই অনুষ্ঠানে হাওড়া, হুগলী,দুই ২৪ পরগনা,কলকাতা সহ রাজ্যের একাধিক জেলা থেকে উপস্থিত ছিলেন বহু কবি,সাহিত্যিক,সঙ্গীত ও বাচিকশিল্পীরা।তাদের উজ্জ্বল উপস্থিতি এই উৎসবকে আরো সুন্দর মাত্রায় নিয়ে যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn