
সাউথ ইস্ট ব্যাংক ফেনীর সিলোনিয়া শাখায় গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনায় আসামী গ্রেফতার
ফেনীর দাগনভূঞা থানা পুলিশ সাউথ ইস্ট ব্যাংক পিএলসি,সিলোনিয়া শাখার একজন কর্মকর্তাকে গ্রাহকদের অর্থ আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামী মোঃ জিয়াউল হক(৩৬), পিতা-মোঃ আব্দুল হক,সাং- পশ্চিম পাঠানগড়,পোঃ- পাঠানগড়,থানা-ছাগলনাইয়া,জেলা-ফেনী,যিনি দাগনভুইয়া থানাধীন সিলোনীয়া বাজারস্থ সাউথ ইস্ট ব্যাংক পি.এল.সি সিলোনীয়া শাখার জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।গ্রাহকের স্বার্থ বিবেচনায় নিয়ে উক্ত ব্যাংকের শাখা প্রধান কামরুজ্জামান(৪৭) কর্তৃক দাখিলকৃত অভিযোগের ভিত্তিতে দাগনভূঞা থানায় গত ০৬/০৫/২০২৫ইং তারিখে ৪০৯/৪২০ ধারায় মামলা (মামলা নং-০৪) রুজু করা হয়।অভিযোগ অনুযায়ী,মোঃ জিয়াউল হক সুকৌশলে ব্যাংকের কিছু গ্রাহকদের জমাকৃত অর্থ তছরুপ করে আত্মসাৎ করেছেন।
ব্যাংকের গ্রাহকের আমানতের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে মামলা রজু হওয়ার পর পুলিশ সুপার ফেনীর সার্বিক দিক নির্দেশনায়,সিনিয়র সহকারী পুলিশ সুপার(সোনাগাজী সার্কেল)তছলিম হোসাইন এর নেতৃত্বে অফিসার ইনচার্জ,দাগনভূঞা থানা,ফেনীসহ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শৈবাল বড়ুয়া এর সমন্বয়ে একটি বিশেষ আভিযানিক টিম গঠন করা হয় । আভিযানিক টিম ০৪ (চার) দিনে ফেনী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে সদর থানা এলাকা থেকে আসামী মোঃ জিয়াউল হককে গ্রেফতার করতে সক্ষম হয়।দ্রুততার সাথে আসামী গ্রেফতার করায় ব্যাংক কতৃপক্ষ ফেনী জেলা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে।আসামীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। এই ধরনের আর্থিক প্রতারণার ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করছে।