
রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক প্রদীপ শীলের বড় ভাই আইনজীবী সহকারী মৃদুল শীল (৭০) পরলোকগমন করেছেন। গত সোমবার (২৬ জুন) দিবাগত রাতে নিজ বসভবনে তিনি মারা যান। গতকাল মঙ্গলবার সকালে পারিবারিক শ্মশানে তাকে দাহ করা হয়। মৃদুল শীল রাউজান পৌরসভার ০৮নম্বর ওয়ার্ডের জলিলনগর ডেউয়াপাড়ার প্রয়াত সুরেশ চন্দ্র শীলের জেষ্ঠ্যপুত্র। প্রয়াত মৃদুল শীলের স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাউজান প্রেসক্লাব, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
Post Views: ১১৭