শুক্রবার - ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক নাদিমের খুনিদের ফাঁসির দাবিতে পাইকগাছায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমে হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে পাইকগাছায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শনিবার বিকেল ৪ টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ( বিএমএসএস) এর পাইকগাছা শাখার আয়োজনে মানববন্ধনে সংগঠনের সভাপতি দৈনিক গ্রামের কাগজের শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন (বিএমএসএস) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান মিজান। এসময় আরো বক্তব্য রাখেন জি এম আসলাম হোসেন, মোঃ আব্দুল মজিদ, শেখ সেকেন্দার আলী, পলাশ কর্মকার, আসাদুল ইসলাম আসাদ, মানসুর রহমান জাহিদ, ফিরোজ আহম্মেদ, আবু ইসহাক, শাহ জামান বাদশা, শাহরিয়ার কবির, রিয়াজুল আকবার লিংকন, মোঃ খোরশেদ আলম, শাফিয়ার রহমান, ফারুক হোসেন, মফিজুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত বক্তারা ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমের হত্যার সাথে জড়িত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবুসহ সকল আসামিকে গ্রেফতার ও দ্রুত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর করার দাবি জনান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn