
সাংবাদিক গোলাম রাব্বানী হত্যার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন
জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সোমবার (১৯ জুন) সকাল ১১টায় ফটিকছড়ি সদর বিবিরহাট বাজার বাসস্ট্যান্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ফটিকছড়ির সচেতন সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন পত্রপত্রিকার সংবাদকর্মীরা অংশ নেন।
এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহমদ আলী চৌধুরী, দৈনিক আজাদীর সোলাইমান আকাশ, দৈনিক পূর্বকোণের মোরশেদ মুন্না, সাংবাদিক জীবন মুছা, দৈনিক যায়যায়দিনের মোহাম্মদ জিপন উদ্দিন, দৈনিক সকালের সময়ের রফিকুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের ওবাইদুল আকবর রুবেল, আফছার নুরী, মোহাম্মদ তানভীর, তারেকুল ইসলাম প্রমুখ।
বক্তারা গোলাম রব্বানী নাদিমের খুনিদের অবিলম্বে গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান।