বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক ও ছড়াকার,আমাদের সময় সফস্বল সম্পাদক শাহাজাহান কমর আর আমাদের মাঝে নেই

সাংবাদিক ও ছড়াকার,আমাদের সময় সফস্বল সম্পাদক শাহাজাহান কমর আর আমাদের মাঝে নেই

 

বাংলাদেশের সমকালীন পেশাদার সাংবাদিকতায় অগ্রনী পুরুষ, দৈনিক “আমাদের সময় পত্রিকার মফস্বল সম্পাদক এবং ছড়াকার শাহজাহান কমর (৬৫) আর আমাদের মাঝে নেই। তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৌলভীবাজার জেলার অগ্রনী পুরুষ, ছড়াকার শাহজাহান কমর বড়লেখা উপজেলাধীন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গ্রামতলা গ্রামের মরহুম সিদ্দেক আলীর ষষ্ঠ সন্তান। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার প্রকাশনা লগ্ন থেকে অধ্যবদি মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিকতা পেশায় যাদের নৈতিকতা, সততার আদর্শ মুগ্ধ করে, শাহজাহান কমর তাদের অন্যতম একজন মানুষ। উনার মত দ্বীনদার, সৎ মানুষকে হারিয়ে শোকাহত হয়েছেন দেশের বিভিন্ন জেলা উপজেলার গণমাধ্যম কর্মীরা।
অদ্য বৃহশপতিবার ভোর ৪ টার সময় রাজধানীর মুগ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৫ বছর, মৃত্যু কালে স্ত্রী ভাই, বোন, আত্বীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেট থেকে প্রকাশিত সাপ্তাহিক জৈন্তাবার্তা পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে তার কর্মময় জীবন শুরু হয়ে সিলেটের ডাক, দৈনিক বাংলা বাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত “আমাদের সময়” পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৭ ভাই ও তিন বোন এর মধ্যে ষষ্ঠ ছিলেন।
তার প্রথম জানাজার নামাজ বিকাল ৫ ঘটিকার সময় বড়লেখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং দিতীয় জানাজা জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক শাহজাহান কমর এর মৃত্যুতে সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু,সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সহ সকল সদস্যবৃন্দ রুহের মাগফেরাত, গভীর শোক প্রকাশ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn