বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

সাংগঠনিক শৃংখলা ভঙ্গ ও ‘নীতিবহির্ভূত কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী দুই নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃংখলা ভঙ্গ ও ‘নীতিবহির্ভূত কর্মকান্ডে লিপ্ত হওয়ার অভিযোগে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী দুই নেতা বহিষ্কার

 

 

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে বহিষ্কার করাসহ সদস্যপদ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (০৪ মার্চ বৈষমঢ়বিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলার অফিসিয়াল ফেসবুক পেজে এ য়থ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে সোমবার রাতে তাঁদের অব্যাহতি দেওয়া হয়। তাঁদের জায়গায় অন্য দু’জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের অব্যাহতি দেওয়া হয়।

বৈষমঢ়বিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার এক জরুরি সভা হয়। সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও নীতিবহির্ভূত কাজে যুক্ত থাকায় এবং জনসাধারণের অনাস্থার কারণে আশিক খান ও আসাদুজ্জামানকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সংগঠক আশিক খান ও কুমারখালী উপজেলা শাখা কমিটির সদস্যসচিব আসাদুজ্জামান খান আলী। আশিক খানের পদের স্থলে আমির হামজাকে সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে। আমির হামজা সংগঠনটির সদস্য ছিলেন। আর আসাদুজ্জামানের স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে আতিকুজ্জামান তালহা নামের একজনকে।

এ বিষয়ে বৈষমঢ়বিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া জেলা শাখার মুখপাত্র পারভেজ মোশাররফ জানান, আশিক ও আসাদুজ্জামানের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছিল, তা খুবই দুঃখজনক। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সত্যতা পাওয়ায় কেন্দ্রে কথা বলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn