শুক্রবার - ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সরাইলে ৭৫ দিনে কোরআনে হাফেজ হলেন “আদনান’

সরাইলে ৭৫ দিনে কোরআনে হাফেজ হলেন “আদনান’

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরে অবস্থিত আবরারিয়া মডেল মাদরাসা থেকে ২ মাস ১৫ দিন অর্থাৎ ৭৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হলো আদনান নামে এক মাদরাসা শিক্ষার্থী। সরাইল সদরের বিকাল বাজার আবরারিয়া মডেল মাদরাসা থেকে আদনান এই অল্প সময়ে হেফজ সম্পন্ন করে রেকর্ড সৃষ্টি করেছে।

আবরারিয়া মডেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম জানান, মাত্র ৬ বছর বয়সের আদনান ৭৫ দিনে পবিত্র কোরআনের হাফেজ হওয়ার বিষয়টি বিরল।

তিনি আরও বলেন, উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের মোহাম্মদ ওবাইদুল্লাহর ছেলে আদনান ২০২৩ সালে এই মাদরাসায় ভর্তি হয়ে প্রায় ১৪ থেকে ১৫ মাস নূরানি পড়েছে এবং কায়দা সিপারা শেষ করে কোরআন শরীফ নাজেরা পড়েছে। তাকে কোরআন শরীফ মুখস্ত দেওয়ার পর মাত্র ৭৫ দিনে কোরআন শরীফ মুখস্ত করেছে। হাফেজ আদনানের অসাধারণ প্রতিভায় আমরা বিস্মিত।
তার এই অসাধারণ কৃতিত্বের কথা আজ সরাইলের ধর্মপ্রাণ মানুষের মুখ মুখে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn