বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

সরাইলে পথ শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

সরাইলে পথ শীতার্তদের মাঝে ইউএনও’র কম্বল বিতরণ

 

শীতের শুরুতেই শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার ১৩ই ডিসেম্বর রাত ৯ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন দুঃস্থ ও সহায়-সম্বলহীন শীতার্তদের খুঁজে বের করে করে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় সার্বিক সহযোগিতায় সঙ্গে ছিলেন সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারসহ সরাইল থানা পুলিশ সদস্যগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাঈন সঙ্গীয় লোকদের সাথে নিয়ে প্রচন্ড শীত উপেক্ষা করেও ঘুরে ঘুরে অসহায় দরিদ্র ও হতদরিদ্রদের খুজে বের করে। এবং তাদেরকে শীত থেকে রক্ষা পেতে তাদের মধ্যে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত জনতারা প্রশংসা করে বলেন শীতের প্রথমার্ধে শীত বস্ত্র বিতরণ করা একটা প্রশংসনীয় উদ্যোগ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn