শুক্রবার - ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সরস্বতী পূজায় রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজমের খাদ্য সামগ্রী বিতরণ

সরস্বতী পূজায় রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য হাবীব আজমের খাদ্য সামগ্রী বিতরণ

 

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা ও মহোৎসব উদযাপ উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। উপহার প্যাকেটে ছিল- চাউল ৫ কেজি, আলু ৩ কেজি, মুশরের ডাল হাপ কেজি, লবন ১ কেজি, সেমাই ২ প্যাকেট, নুডুলস ২ প্যাাকেট, নারিকেল ১টি ও মোটর ১কেজি।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় রাঙামাটি পৌর এলাকার কাঠালতলী এলাকায় শ্রী শ্রী সরস্বতী পূজা ও মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে মানবিক সেবার অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ-২০২৫ সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবীব আজম বলেন, এটা শুধু আপনাদেরই উৎসব নয়, যারা বাঙালীর সংস্কৃতিতে বিশ্বাস করি তাদের একটি উৎসব। অসহায় ও দুস্থ পরিবারগুলো যেন একটু ভালভাবে এ উৎসবটা উদযাপন করতে পারেন, সে জন্যেই আজকে এই উপহার। আর্তমানবতার সেবায় এই ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে। এছাড়াও সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরের দ্বিতীয় তলা সম্প্রসারণ করে দেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি।

খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শ্রী শ্রী সরস্বতী পূজা মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি বাবু শংকর চক্রবর্ত্তী এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙমাটি জেলা শাখার সদস্য সচিব বাবু সান্টু চৌধুরী, কাঠালতলী সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মাতৃমন্দিরের সভাপতি বাবু অজিত দাশ, সিনিয়র সহ-সভাপতি, বাবু অশোক কুমার ধর, ধোপাপাড়া এলাকার বাসিন্দা উজ্বল বিশ্বাস ও ৭ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক বেলাল উদ্দিন, খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন : শ্রী শ্রী সরস্বতী পূজা মহোৎসব উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক বাবু পুলক শীল। এসময়ে অসহায়-দুস্থ এবং সুবিধাবঞ্চিত অর্ধ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn