বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

সম্মাননা পুরস্কার পেয়ে যেসব কথা বললেন কবি সাহানা সুলতানা

সম্মাননা পুরস্কার পেয়ে যেসব কথা বললেন কবি সাহানা সুলতানা

 

সম্মননা পুরস্কার পেয়ে কবি সাহানা সুলতানা বলেন,
আমি পুরান ঢাকার ঘিঞ্চি গলি থেকে উঠে আসা এক নারী।পুরান ঢাকার মেয়েরা কড়া শাসনে এবং লোকের চোখ রাঙ্গানি খেয়ে বড় হয়।।আমিও তার ব্যতিক্রম নই।
আমরা যা করি সবই অন্যরা আই মিন আত্নীয়, পরিজন,প্রতিবেশী, সমাজ,মনিটরিং করে।সবখানেই করে তবে পুরান ঢাকায় একটু বেশি।

যাই হোক এই পথচলা এতোটা মসৃণ ছিলো না।
আমার হাসির অন্তরালে হাজার না বলা কথা লুকায়িত।
আজ আমি একজন সফল নারী হিসেবে যে সম্মানে সম্মানিত হলাম,,এ বিজয় আমার মায়ের,আমার আদরের ছোট বোন রুনার, আমার কাজিনের ( মিনুর),,আমার নিকট আত্মীয়ার, আমার পাশের বাসার মেয়েটির,আমার বন্ধু নীলা,আল্পনার,আমার আদরের মেয়ে সুমাইয়ার,,এ বিজয় সমগ্র নারী জাতির।

আমি পেরেছি,,তার অর্থ হলো আপনারাও পারবেন,, একটু তুলে ধরুন নিজেকে নিজের ভিতরটাকে।
জাগিয়ে তুলুন আপনার আমিকে।
ভালো থাকুক আমাদের মায়েরা,মেয়েরা, বোনেরা,বন্ধুরা।।
ভালো থাকুক সমগ্র নারী জাতি।আট মার্চ রাজধানীর কাকরাইল আইডিইবি মিলনায়তনে গ্লোবাল কমিউনিকেশন আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস সম্মাননায় ভূষিত হয়েছেন দেশের বিশিষ্ট কবি, আবৃত্তি শিল্পী, রন্ধন শিল্পী, নারী উদ্দোক্তা, সংগঠক সাহানা সুলতানা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. হামিদা খানম,অনুষ্ঠান সভাপত্তিত্ব করেন লায়ন আনোয়ারা বেগম নিপা ও মানবাধিকার ব্যক্তিত্ব মঞ্জুর হোসেন ঈসা কবি, এসময় আবৃত্তি শিল্পী, রন্ধন শিল্পী, নারী উদ্দোক্তা, সংগঠকদের হাতে সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn