বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সম্পদ দিয়ে জীবনের অর্জন মুল্যায়নকে পংকিলতা অযোগ্যতা বললেন বানিজ্য উপদেষ্টা

সাতক্ষীরার আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পুর্তিতে মিলন মেলা
সম্পদ দিয়ে জীবনের অর্জন মুল্যায়নকে পংকিলতা অযোগ্যতা বললেন বানিজ্য উপদেষ্টা

 

অনেক টাকার মালিক হলেই তাকে সফল বলা যাবে না, সমাজে যাদের সম্মান বেশী তারাই বরং সম্পদশালী। সামাজিক কারেন্সি হলো সম্মান। যা নুরনগর আশালতা বিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী মোঃ আব্দুল মজিদ ও ড. শেখ আব্দুর রশিদ অর্জন করেছেন। উভয়ে প্রমান করেছেন সত্য ন্যায়ের পথে থেকেও কর্মনিষ্ঠাগুণে মানুষের কাছে সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করা যায়।

বর্তমান মন্ত্রীপরিষদ সচিব ও জাতীয রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান হিসেবে তারা দু’জনে দৃষ্টান্তমুলক হয়ে রইলেন সফল মানুষ হিসেবে। কথাগুলো বলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগরে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের ৭০ বছর পুর্তি উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের গুরুত্বপুর্ণ এ উপদেষ্টা আরও বলেন বিগত দিনে অস্থিরতা, নৈরাজ্যসহ নানা ধরনের অনিয়মের মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল। সামগ্রিকভাবে যতগুলো প্রতিষ্ঠান ছিল, সেটা হোক আমলাতন্ত্র, ব্যবসা, বিচারালয়, কেন্দ্রীয় ব্যাংক, রাজস্ব বোর্ড কিংবা দুদুক, কোনছিুই দুর্বত্তায়ন থেকে মুক্ত ছিল না। সাময়কি স্বচ্ছলতা আর সুবিধার জন্য আজ সমাজের কাছে তারা ঘৃণার পাত্রে পরিণত হয়েছে।

শেখ বশির উদ্দিন বলেন, জীবনে খুব বেশী প্রভাব বিস্তার না করলেও বায়তুল মোকারমের খতিবের জায়গা সম্মানের। কিন্তু সেই পদে থাকা বক্তির পালিয়ে যাওয়াটা বুঝিয়ে দেয় দুবৃর্ত্তায়ন কোথায় পৌছে গিয়েছিল। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এক সময়ে অবকাঠামো না থাকলেও আব্দুল মজিদ ও শেখ আব্দুর রশিদের মত মানুষ যে বিদ্যালয় তৈরী করেছে, সেখান থেকে আরও এমন সফল ব্যক্তি নিশ্চয় আসবে। যারা সমাজের নেতৃত্ব দেবে দেশ ও জাতিকে পথ দেখাবে।

এর আগে ঐতিহ্যবাহী নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। বিদ্যালয় চত্ত্বর থেকে বের হয়ে উক্ত র‌্যালী হাজিপুর এলাকা হয়ে পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু বক্কারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও অনুষ্ঠানের মুল পরিকল্পনাকারী ড. আব্দুল মজিদ, শিক্ষা মন্ত্রণালয়ের ম্যাধমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, মাহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, যশোর বোর্ডের চেয়ারম্যান মোছাম্মাৎ আসমা বেগম, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, ডিআইজি রেজাউল হক পিপিএম প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে ডিআইজি রেজাউল হকের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে আব্রাহাম লিংকনের অজেয় বানী সংবলিত একটি বোর্ড উঠিয়ে দেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। একই সাথে শহীদ তিতুমীর বিশ^বিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ ড. মিজানুর রহমানের সম্পাদনায় প্রকাশিত শেকড়-২ নামীয় স্মারক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়।

এর আগে বিদ্যালয়ের ৭০ বছর পুর্তি উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। প্রভাষক শাহনেয়াজ রাজু, শফিকুল ইসলাম ও নুরুল হুদার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের পরবর্তী পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের নানান স্মৃতি রোমন্থন করেন। বিশেষ করে মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ তার বন্ধু শেখ আব্দুল মজিদ কতৃক তার পড়ালেখায় সহযোগীতার কথা তুলে ধরেন। এছাড়া সরকারের গুরুত্বপুর্ণ পদে থাকা আব্দুর রশিদ নিজে বিদ্যালয়ের ৬ষ্ট ব্যাচের শিক্ষার্থী ছিলেন নিশ্চিত করে বলেন, কোভিডের সংক্রমণ আবারও বিস্তার লাভ করছে তাই সবাইকে সতর্ক হতে হবে। একইসাথে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসার জন্য সবার প্রতি আহবান জানিয়ে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে সুস্থ জীবন লাভের আহবান জানান।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিদ্দিক জোবায়ের একাধিকবার নানা কাজে শ্যামনগরে আসার অভিজ্ঞতার বর্ননা দিয়ে জানান সরকার বেসরকারি শিক্ষকদের জন্য স্বাস্থ্য বীমা চালুর চিন্তা করছে। গুণী শিক্ষকদের সান্নিধ্যে বিদ্যালয়টি থেকে আরও অনেক আব্দুল মজিদ ও আব্দুর রশিদের মত ব্যক্তি বের হয়ে দেশের জন্য গুরুত্বপুর্ন সম্পদে পরিণত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আব্দুল মজিদ তার বক্তব্যে নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের জন্য একটি আইটি কর্নার স্থাপনের ঘোষণা দিয়ে বলেন শুধু পড়ালেখা না। বরং আচার-আচারণ কার্যক্রম সবকিছু দিয়েই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে হবে। জীবনে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোাজ সরকার, খুলনা বিভাগীয় জিআইজি, আইন মন্ত্রণালয়ের উপ-সচিব আজিজুল হক, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সহকারী কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবিরসহ যশোর বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জিয়াউর রহমান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn