সমাপ্ত হলো দুইদিনব্যাপী আন্তর্জাতিক কারাতে ইভেন্ট ‘এ্যাডভান্স কুমিতে সেমিনার’। গত ২৫ আগস্ট রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে এ সেমিনার যৌথভাবে আয়োজন করে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও ইনস্পায়ার চট্টগ্রাম।
সমাপনী দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মো. তোফায়েল ইসলাম। তিনি বলেন, সুস্বাস্থ্য মনের উপর প্রভাব ফেলে। স্বাস্থ্যবান তরুণেরা দেশ গড়ার কাজে মনোনিবেশ করলে এ কাজ সুন্দর প্রাণবন্ত ও কার্যকরী হবে। দেশের সম্পদ তরুণদের স্বাস্থ্য সচেতন হয়ে কারাতে সহ যাবতীয় খেলাধুলায় উদ্বুদ্ধ করার উপর জোর দেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
ইনস্পায়ার চট্টগ্রামের চেয়ারম্যান মোহাম্মদ সাজ্জাত হোসেন এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজউদ্দিন মো. আলমগীর, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, ইন্সপায়ার চট্টগ্রাম এর প্রধান উপদেস্টা সীতাকুন্ডের কৃতীসন্তান লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান, জাপান কারাতে ফেডারেশন এর প্রধান প্রশিক্ষক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শেনজি নাগাকি, বাংলাদেশ কারাতে ফেডারেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক তুলু উস শামস, বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মো. আরিফুর রহমান, সিজেকেএস নির্বাহী সদস্য জি এম হাসান, বিভাগীয় কারাতে উপ-কমিটির সম্পাদক রতন তালুকদার, জয়জিৎ চৌধুরী।
উপস্থিত ছিলেন জাপানি ভাষার প্রশিক্ষক সজল বড়ুয়া, জেকেএস বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক জাওইদ চৌধুরী। উল্লেখ্য, অনুষ্ঠান আয়োজনে সহায়তা করেছেন বাংলাদেশ কারাতে ফেডারেশন, জেকেএস বাংলাদেশ।