সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সমাজ হিতৈষী উদয়ন বড়ুয়া মানুষের হৃদয়ের অনুপ্রেরণা হয়ে থাকবেন

পটিয়ার তেকোটায় অন্ত্যেষ্টিক্রিয়ায় বক্তাদের অভিমত
সমাজ হিতৈষী উদয়ন বড়ুয়া মানুষের হৃদয়ের অনুপ্রেরণা হয়ে থাকবেন

মৃত্যুই অনন্ত পথযাত্রার আরম্ভ। মৃত্যু জীবন চক্রের চিরন্তন সত্য। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। মৃত্যু আছে বলেই জীবনের স্বাদ আছে, তাই কর্মের মাধ্যমে তা অর্জন করতে হয়। সমাজ হিতৈষী প্রয়াত উদয়ন বড়ুয়া মানব দরদী হিসেবে আমাদের প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে বেঁচে থাকবেন। তাঁর জীবন ও কর্ম অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি মহাকারুনিক বুদ্ধের একটি মূল্যবান বাণী জীবনের মধ্যে অনুসরণ করেছিলেন, বাণীটি হলো- ‘‘প্রথমে নিজেকে, তারপর পিতা—মাতাকে, স্ত্রীকে, আত্মীয়-পরিজনকে এবং স্বদেশ ভূমিকে ভালোবাসা নৈতিক কর্তব্য।
গত ৯ ডিসেম্বর পটিয়া উপজেলাধীন তেকোটা গ্রামের প্রয়াত উদয়ন বড়ুয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন, পুণ্যদান, স্মৃতিচারণ ও অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে অনিত্য সভায় উল্লেখিত অভিমত বক্তারা ব্যক্ত করেন।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপদেষ্টা শীলভদ্র মহাথেরো’র সভাপতিত্বে ও সরিৎ পাবলিকেশন এন্ড ইনোভেশনের সত্ত্বাধিকারী সরিৎ চৌধুরী সাজু’র সঞ্চালনায় অনিত্য সভার উদ্বোধনী ভাষণ প্রদান করেন তেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের অধ্যক্ষ ও পটিয়া পূর্ণাচার ভিক্ষু সংসদের মহাসচিব শরণ সেন মহাথেরো। অনিত্য দেশনা করেন শাসন বারিধি ভদন্ত আয়ুপাল মহাথেরো।
আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের অধ্যক্ষ শীলপ্রিয় মহাস্থবির। আরো অনিত্য দেশনা করেন মুকুট নাইট ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ অনমোদর্শী মহাস্থবির, ভদন্ত বিপর্শী মহাথেরো, বিদর্শনাচার্য শাসনপ্রিয় মহাথেরো, ভদন্ত বোধিপ্রিয় মহাথেরো, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের পরিচালক ভদন্ত বিশ্বমিত্র মহাথেরো, ছতরপিটুয়া আর্য্যশ্রাবক সংঘারামের পরিচালক ধুতাঙ্গ সাধক ভদন্ত তিষ্যমিত্র মহাথেরো।
পরিবারিক পরিচিতি তুলে ধরেন মৃণাল কান্তি বড়ুয়া। শ্রদ্ধা নিবেন করেন যথাক্রমে প্রফেসর দিলীপ চৌধুরী, প্রবীণ শিক্ষক পীযুষ কান্তি চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জ্যোতিপ্রকাশ বলরাম চৌধুরী, সিআইডি ইন্সেপেক্টর অব পুলিশ বিপুল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের চেয়ারম্যান শিক্ষক প্রতাপ কান্তি বড়ুয়া, চবি শিক্ষক অধ্যাপক অরূপ বড়ুয়া, প্রয়াতের ৩২ বছরের কর্মস্হল –
সাঁকো ট্রেড এজেন্সির পক্ষে সিনিয়র কর্মকর্তা আকতার হোসেন তালুকদার, বাংলাদেশ বুদ্ধ কীর্তনিয়া পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক তাপস বড়ুয়া, পোস্টঅফিস কর্মকর্তা অসীম চৌধুরী, প্রিয়ব্রত বড়ুয়া, শিক্ষক উদয়ন বড়ুয়া, মিলু বড়ুয়া, শিক্ষক বিপুল কান্তি বড়ুয়া, পরিবারের পক্ষে কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিনলে গ্রুপের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ বড়ুয়া সুশীল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn