শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

সমাজের কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছে মানবিক সংগঠন সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউ‌ন্ডেশন

সমাজের কল্যাণে নিরবে কাজ করে যাচ্ছে মানবিক সংগঠন সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউ‌ন্ডেশন

 

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বি‌পি‌জেএ) সিলেট বিভাগীয় কমিটি’র পক্ষ থে‌কে এসোসিয়েশনের কার্যালয়ে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউ‌ন্ডেশন,কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও লেখক, গবেষক, সমাজ সেবক মোঃ শহিদুল ইসলামকে ‘‘লেন্স স্বারক’’ উপহার হা‌তে তু‌লে দি‌চ্ছেন (বি‌পি‌জেএ) এর সম্মানিত সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম এবং সম্মানিত সহ সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমদ।
উল্লেখ্য নিত্য নতুন রেকর্ড অর্জনের মাধ্যেমে নিজ দেশ, অঞ্চল ও বাংলাদেশকে বহি বিশ্বে তুলে ধরা সিলেট ও চট্টগ্রামের কৃতি সন্তানদের সম্মানে ভূষিত করা ও আঞ্চলিকতা, বন্ধুত্ব স্থাপন, সহযোগিতা বৃদ্ধি, সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে দুটি অঞ্চলের জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কাজ করে আসছে ।
এসময় মোঃ শহিদুল ইসলাম বলেন, ২০১৭ সাল থেকে দেশ-বিদেশের সামজিক, মানবিক ও সমাজের বিক্তবানদের সহযোগিতায় আমরা মানবিক কাজ করে আসছি। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ এবং এই মহতি কাজে বিশেষ করে মিডিয়া, সাংবাদিক ভাই/বোনদের সহযোগিতার অবদান স্বরণ করে সি‌লেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউ‌ন্ডেশনের পক্ষ থেকে উক্ত (বি‌পি‌জেএ) সিলেট বিভাগীয় কমিটি’র সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn