সোমবার - ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সমন্বয় সভার সিদ্ধান্ত, অচিরেই চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল

সমন্বয় সভার সিদ্ধান্ত, অচিরেই চালু হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল

 

অচিরেই আংশিকভাবে চালু হতে যাচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল।

আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন আনুষ্ঠানিকভাবে হাসপাতালটি আংশিক চালু করা হবে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় হাসপাতালের সেমিনার কক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আন্তঃবিভাগীয় স্বাস্থ্যসেবা চালু করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ আলোচনা শেষে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এ ঘোষণা দেন।

সভায় বলা হয়, আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ইউনিট শিশু ও মেডিসিন বিভাগ চালু করা হবে। ওইদিন থেকে প্রতিদিন প্রতিটি ইউনিটে ১০০ করে মোট ২০০ রোগী ভর্তি নেওয়া হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটসহ হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে হলেও দ্রুততম সময়ের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে হবে।

এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। কুষ্টিয়ার কোন মানুষ যাতে স্বাস্থ্য এবং সেবা গ্রহণ করতে এসে কোন ধরনের ভোগান্তির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর বলেন, আমাদের কাছে খুব বেশি গতি আশা করলে ভুল হবে। হাসপাতাল চালু করতে হলে লোকবল, যন্ত্রপাতি, আসবাবপত্র, মেডিসিন সব কিছুই প্রয়োজন হবে

হাসপাতাল চালুর বিষয়ে একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। উক্ত কমিটিকে আগামী ১৮ তারিখের মধ্যে এ বিষয়ে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর, প্রকল্প পরিচালক চৌধুরী সরোয়ার জাহান, পুলিশ সুপার মিজানুর রহমান, কুষ্টিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহম্মেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাশেম, হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাসিমুল বারী বাপ্পী, প্রতিষ্ঠানটির মেডিসিন বিভাগের প্রধান ডা. আক্রামুজ্জান মিন্টু, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুসা কবির, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সিনিয়র স্টাফ নার্স ফাতেমা খাতুনসহ শিক্ষার্থীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn