মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সবকিছু কী আর আইনে চলে, লাইনেও চলে’

‘সবকিছু কী আর আইনে চলে, লাইনেও চলে’

 

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউপি সচিবকে জামায়াত নেতা কর্তৃক প্রাণ নাশের হুমকির বিষয়টি গণমাধ্যমে প্রকাশ্যে আসায় এলাকায় ‘টপ অব দ্য টক’ এ পরিণত হয়েছে ।

সেই সাথে জনমনে নতুন করে প্রশ্ন তৈরি হয় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাল বিতরণের যে উপায়ে কার্ডের তালিকা তৈরি করা হচ্ছে তা কী ফ্যাসিস্ট মুক্ত ? অথবা সরকারি আইন বা ইউনিয়ন পরিষদের আইনসিদ্ধ কিনা । কেননা এ সব কার্ড রাজনৈতিক দলগুলো তাদের ইচ্ছে মতো ভাগাভাগি করে নিয়ে যায় । যদিও বিষয়টি নতুন নয় এবং ওপেন সিক্রেট । গত কয়েকদিন আগেও উপজেলা ইসলামি ছাত্র শিবিরের এক নেতা কথায় কথায় বলছিলেন, আমি যে কার্ড / স্লিপগুলো পেয়েছি তা সঠিক ও যোগ্য ব্যক্তিরাই পাবে ।

গত বুধবার (১৯ মার্চ) ভিজিএফ এর কার্ডের জন্যে ১৫০টি স্লিপ পেয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল লফিপ এবং এক পর্যায়ে সচিবকে প্রাণ নাশের হুমকিও প্রদান করে তিনি । পরে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের নজরে আসলে উপজেলা জামায়াতের আমিরসহ অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে দ্রুত সমাধানের আদেশ দেন ।

এ বিষয়ে বর্তমান অবস্থা ও কার্ডের তালিকা প্রণয়ে রাজনৈতিক দলগুলোর এমন হস্তক্ষেপ কতটুকু বৈধ বা আইনসিদ্ধ জানতে চাইলে ইউপি সচিব মোঃ আনোয়ার হোসেন মুঠোফোনে বলেন, ‘সবকিছু কী আর আইনে চলে, লাইনেও চলে !’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn