“গাছ লাগিয়ে যতœ করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই শ্লোগানকে বুকে ধারন করে চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কাপাসগোলা ক ইউনিট আওয়ামী লীগের সহযোগিতায় গত ১৯ জুন বিকাল ৫টায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী’র শুভ উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে.এম আনিসুজ্জামান। এ সময় তিনি কাপাসগোলা জামতলা শাহী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে একটি হরতকি গাছের চারা রোপন করেন। এ সময় উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট শাহেদুল আজম শাকিল। চকবাজার ওয়ার্ড আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কায়ছার আহমেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সোলেমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আবদুল হালিম, কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিব ইমরান বিপ্লব, মোঃ রাজিব শরীফ রাজু , মোঃ আবদুল বাতেন, মোঃ মামুনুল ইসলাম, মোঃ বখতিয়ার প্রমুখ।