বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সপরিবারে প্রেক্ষাগৃহে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে ঈদুল আজহা উপলক্ষ্যে। এর মধ্যে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা ঘিরে দর্শক উন্মাদনা ব্যাপক। প্রেক্ষাগৃহে গিয়ে টিকিট না পেয়ে মন খারাপ করে ফিরে আসছেন অনেকে।
সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার জন্য স্ত্রী ও দুই সন্তানসহ সপরিবারে হাজির হয়েছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী নিজেই জানিয়েছেন এ কথা।
প্রতিমন্ত্রী পলক দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পৌঁছে গেছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। অধীর আগ্রহে অপেক্ষা করছি, সাড়ে চারটা বাজলেই দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিয়তমা’ দেখব বলে। আমার প্রিয়তমাসহ অপূর্ব ও অনির্বাণের সঙ্গে।’
‘প্রিয়তমা’ সিনেমাটি দেশের পাশাপাশি আগামী ৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে। এ নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন শাকিব খান।
এ অভিনেতা ফেসবুকে লেখেন, ‘সারাদেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ৭ জুলাই সুদূর আমেরিকা-কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিয়তমা’। এভাবে সবার মন জয় করে ‘প্রিয়তমা’র ভালোবাসা ছড়িয়ে যাবে সমগ্র পৃথিবীতে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn