সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সন্ত্রাস ও পিওকে নিয়েই একমাত্র আলোচনা  পাকিস্তানকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী মোদির 

সন্ত্রাস ও পিওকে নিয়েই একমাত্র আলোচনা  পাকিস্তানকে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রী মোদির

 

 

যুদ্ধ বিরতি হলেও পাকিস্তানের উপর চাপ বজায় রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১২ মে) রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণে তিনি সাফ জানান, অপারেশন সিঁদুর বন্ধ করা হয়নি, স্থগিত রাখা হয়েছে। পাকিস্তান পরবর্তীতে কি রকম আচরণ করে সেদিকে নজর রাখা হবে। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে কোন শর্তে কথা হতে পারে তাও স্পষ্ট করেছেন মোদি। জানিয়েছেন, একমাত্র সন্ত্রাসবাদ প্রসঙ্গেই আলোচনায় বসতে পারে দুই দেশ। পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়েও কথা হতে পারে। অর্থাৎ ভারত যে আর দ্বিপাক্ষিক কোনও বিষয় নিয়ে কথা বলতে আগ্রহী নয় এদিন মোদির সংক্ষিপ্ত ভাষণে তা স্পষ্ট হয়ে গেছে। যুদ্ধ বিরতির পর থেকেই পাকিস্তান ফের জলচুক্তির প্রসঙ্গ তুলে আলোচনার দাবি জানাচ্ছে। এদিন প্রধানমন্ত্রী ফের একবার স্পষ্ট করেছেন, জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না, এমনকি পাকিস্তানকে যদি বাঁচতে হয়, তাহলে দেশ থেকে সন্ত্রাসের সমস্ত ঘাঁটি তুলে দিতে হবে বলেও হুশিয়ারি করেন মোদি। জানান, সন্ত্রাস এবং সমঝোতা একসঙ্গে হতে পারে না। গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত‍্যা করে জঙ্গিরা। বেছে বেছে পরিচয় জেনে হামলা চালানো হয়। এই হামলার ১৫ দিনের মাথায় জবাব দেয় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি শিবির মিসাইল হানায় তছনছ করে দেওয়া হয়। মৃত্যু হয় অন্তত ১০০ জঙ্গির। জইশ-ই- মহম্মদ, লস্কর -এ – তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গি প্রশিক্ষণ শিবির গুঁড়িয়ে দেওয়া হয়। লস্কর নেতা হাফিজ সৈয়দের পুরো পরিবার এই জঙ্গি হামলায় প্রাণ হারায়। মারা যায় আব্দুল রউফের মতো জঙ্গি। ভারতীয় সেনার এই প্রত‍্যাঘাত অভিযানের নাম ছিল ” অপারেশন সিঁদুর”।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn