
সদরঘাটে প্রবেশপত্র হারিয়ে এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
সদরঘাট থানা এলাকায় রিমঝিম দাশগুপ্ত (১৮) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নগরের একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
শনিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে পোস্ট অফিস গলি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ সময় তার পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এতে লেখা ছিল, ‘গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) আমার এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র হারিয়ে ফেলি। পরীক্ষায় অংশ নিতে পারব না তাই আত্মহত্যা করলাম।তিনি এই এলাকার রাজীব দাশগুপ্তের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
তিনি বলেন, ভুক্তভোগী পরীক্ষার্থী গত বৃহস্পতিবারে প্রবেশপত্র হারিয়েছেন বলে চিরকুটে লিখেছেন। তবে প্রবেশপত্র হারানোর বিষয়টি তিনি বাবা-মা কারও সঙ্গে শেয়ার করেননি। পরীক্ষা দিতে না পারার যন্ত্রণা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ওই চিরকুটে লিখা আছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হচ্ছে।