সোমবার - ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৭শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সত্যের আলোয় পথ চলি

সত্যের আলোয় পথ চলি

—মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী

 

ইন্দ্রিয় ডাকে বাহিরে সারাক্ষণ,
তবু অন্তরে জাগে আত্মার ক্রন্দন।
জীবনের পথ, আলো-ছায়ার খেলা,
সত্যের সন্ধানে কাটুক মায়ার ভেলা।”

না খুঁজি দোষ অন্যের মাঝে,
নিজেকে চিনি হৃদয়ের সাজে।
“আমি কে?” — প্রশ্ন জাগে প্রাণে,
স্রষ্টার শিক্ষা বাজে মনোরণে।

সহিংস রাগে শান্তি কি মেলে?
ভালোবাসার ছায়ায় হৃদয় খোলে।
বিনয়ে গড়া হোক জীবনের ধারা,
ভ্রাতৃত্বে ভরুক এ সংসার সারা।

লোভের বন্ধন ভেঙে দাও হে প্রাণ,
সরল জীবনে জাগাও দীপ্তি দান।
অনুসন্ধানে গড়ে সুন্দর ভবিষ্যৎ,
নব জগত গাঁথে প্রেম-শান্তির সুরত।

পথচলায় সত্য ও সৎকর্মই হোক পাথেয়,
আত্মা হোক ন্যায়-পরায়ণ, হোক জ্যোতির্ময় ।
এই ক্ষণিক পথই পরম সত্তার সেতুবন্ধন,
সৎ কর্মগুণে প্রজ্জ্বলিত আলো সর্বক্ষণ ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn