বুধবার - ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবক নিহত হয়েছেন। আজ ২৭ আগস্ট এ তথ্য নিশ্চিত করে পুলিশ। গতকাল ২৬ আগস্ট রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মরদেহের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান আলী বলেন , মধ্যরাতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজের পাকা রাস্তার ওপর বেপরোয়া গতির কোনো যানবাহন ওই যুবককে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তার নাম-পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে। নিহত যুবকের পরনে নীল রঙের ফুলহাতা শার্ট ও আকাশি রঙের থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn