সোমবার - ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১১ই শাবান, ১৪৪৬ হিজরি

সড়কে ঝরল ৪ প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। আজ ২১ আগস্ট সোমবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদ মিয়ার ছেলে সিএনজি চালক মো. সোহেল মিয়া (২৭), একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে মো. জিলানী (৮), পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের আছকর মিয়া (৬০) ও কিশোরগঞ্জ জেলার মির্জাপুর গ্রামের মো. রশিদ মিয়ার ছেলে উজ্জল।
খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, দুপুরে আশুগঞ্জ থেকে যাত্রী নিয়ে অটোরিক্সাটি বিশ্বরোড যাওয়ার পথে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়ায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। এ ঘটনায় আরও ৩ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn