রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

সড়কে ঝরল কলেজ ছাত্রের প্রাণ

সিরাজগঞ্জে সিএনজি অটোরিকশা সাথে অটোভ্যানের সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত। এতে আহত হয়েছেন অন্তত আরও চারজন।
১৯ আগস্ট শনিবার সকালে তাড়াশ থেকে সিএনজি অটোরিকশা যোগে হাটিকুমরুল রোডে যাওয়ার পথে সলঙ্গা থানার কুটিরচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম আহমেদ (২০) তাড়াশ পৌর সদরের ভাদাশ মধ্যপাড়া গ্রামের তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হাকিম জানান, সকালে সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম ও তার ছেলে নাঈম আহমেদ তাড়াশ থেকে হাটিকুমরুল রোডের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশা যোগে যাওয়ার পথে বিপরীত থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তাদের বহনকারী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম গুরুত্বর আহত হন ও তার বড় ছেলে নাঈম ঘটনাস্থলেই নিহত হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, কুটিরচর নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনায় ১ জন নিহতসহ ৪ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn