রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

সওজের প্রকৌশলী মো : শাহে আরেফীনকে বরখাস্তের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

সওজের প্রকৌশলী মো : শাহে আরেফীনকে বরখাস্তের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মো. শাহে আরেফীনকে সাময়িক বরখাস্তের প্রতিবাদে চট্টগ্রামে মানবন্ধন করেছে এসাসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। আজ বুধবার (৮ জানুয়ারি) বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক জাহিদুল করিম কচি, প্রকৌশলী নুরুল আলম, প্রকৌশলী একেএম মামুনুল বাশরী, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী রেজাউল হায়াত খান, প্রকৌশরী ওহিদুল ইসলাম, জসীম উদ্দিন চৌধুরী। সঞ্চালনায় ছিলেন প্রকৌ. মো. এমাদুল হক শাহীন।

বক্তরা বলেন, ফ্যাসীবাদের দোসরদের উস্কানীতে আরেফিনকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। অবিলম্বের সওজের এই প্রকৌশলীর বরখাস্তের আবেদন প্রত্যাহার করার দাবি জানান তারা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারিও দেন মানববন্ধনে অংশ নেয়া পেশাজীবী নেতারা। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রকৌশলী রফিন্নবী, কামরুজ্জামান, বেলাল হোসেন, শহিদুল ইসলাম, সাইদুল ইসলাম বাপ্পী, জাহাঙ্গীর আলম, সাইফুর রহমান বিপ্লব প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn