
শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা এবং নৌ-পরিবহন মন্ত্রী, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ’র সহ-সভাপতি চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ আফছারুল আমীন’র মৃত্যুতে চিটাগাং চেম্বার পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গভীর শোক প্রকাশ করেছেন।
ডাঃ মোঃ আফছারুল আমীন এমপি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ২ জুন বিকেলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চেম্বার প্রেসিডিয়াম এক শোক বার্তায় বলেন-মরহুম ডাঃ মোঃ আফছারুল আমীন এমপি তাঁর পেশাগত ও রাজনৈতিক জীবনে সর্বদা মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুতে এই দেশ একজন সৎ ও আদর্শবান শিক্ষানুরাগী সমাজসেবককে হারিয়েছে। তাঁরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।