রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সংসদ সদস্য ডাঃ মোঃ আফছারুল আমীন’র ইন্তেকালে চিটাগাং চেম্বারের শোক প্রকাশ

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা এবং নৌ-পরিবহন মন্ত্রী, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ’র সহ-সভাপতি চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ আফছারুল আমীন’র মৃত্যুতে চিটাগাং চেম্বার পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন ও সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর গভীর শোক প্রকাশ করেছেন।

ডাঃ মোঃ আফছারুল আমীন এমপি দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ২ জুন বিকেলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চেম্বার প্রেসিডিয়াম এক শোক বার্তায় বলেন-মরহুম ডাঃ মোঃ আফছারুল আমীন এমপি তাঁর পেশাগত ও রাজনৈতিক জীবনে সর্বদা মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুতে এই দেশ একজন সৎ ও আদর্শবান শিক্ষানুরাগী সমাজসেবককে হারিয়েছে। তাঁরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn