
সংঘর্ষ বিরতির কয়েক ঘন্টার মধ্যে ফের সীমান্তে গুলিবর্ষণ, গুলিতে মৃত বিএসএফ জওয়ান
সংঘর্ষ বিরতির কয়েক ঘন্টার পর থেকেই ফের জম্মু ও কাশ্মীর সীমান্তে গুলিবর্ষণ শুরু করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) বিকাল ৫টা থেকে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা করা হয়েছিল। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই চুক্তি ভেঙে ফের হামলা চালায় পাকিস্তান। শুধু গুলি নয় ড্রোন হামলা ও চালানো হয়। জম্মু ও কাশ্মীর সীমান্ত লাগোয়া অন্তত ১১টি জায়গায় গুলিবর্ষন করা হয়। যার যোগ্য জবাব দিয়েছে ভারতের সেনাবাহিনী। পাক হামলার জেরে সীমান্তে শহীদ হয়েছেন এক বিএসএফ জওয়ান। মহম্মদ ইমতিয়াজ নামে ওই জওয়ান আরএস পুরা সেক্টরে কর্মরত ছিলেন। বিএসএফ জম্মুর তরফে এই মৃত্যুর কথা স্বীকার করে নিয়ে তার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়েছে। এই গোলাগুলির ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।