শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে গীতা জয়ন্তী উপলক্ষে শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও মহতী ধর্মসভা অনুষ্ঠিত

শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে গীতা জয়ন্তী উপলক্ষে
শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও মহতী ধর্মসভা অনুষ্ঠিত

 

শ্রী শ্রী মা মগধেশ্বরী মন্দিরে গীতা জয়ন্তী উপলক্ষে দক্ষিণ পাইন্দং হিন্দু পাড়ার উদ্যোগে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও মততী ধর্মসভা ১ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সার্বজনীন শ্রীশ্রী মগধেশ্বরী (সেবাখোলা) মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসূচীর মধ্যে ছিল গীতাপাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, অধিবাস কীর্ত্তণ ও মহতী ধর্মসভা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, শ্রী শ্রী মগধেম্বরী মায়ের পূজা, সহস্র কণ্ঠে গীতাপাঠ ও মহাপ্রসাদ বিবতরণ, সন্ধ্যা আরতি। উক্ত গীতাপাঠ ও মহতী ধর্মসভায় সার্বিক সহযোগিতায় ছিলেন সভাপতি হরিশংকর শীল, মিলন কান্তি দেব ও সাধারণ সম্পাদক সজল কান্তি দে এবং পরিচালনা পর্ষদ। এতে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মঠ, মন্দিরের সাধু, সন্তু ও ভক্তবৃন্দগণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn