বৃহস্পতিবার - ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৩শে রজব, ১৪৪৬ হিজরি

শ্রী গুরু সিং সভা কলকাতা আয়োজনে শ্রীগুরু গোবিন্দ সিং এর জন্মদিবস পালিত

শ্রী গুরু সিং সভা কলকাতা আয়োজনে শ্রীগুরু গোবিন্দ সিং এর জন্মদিবস পালিত

 

আজ ২৯ শে ডিসেম্বর রবিবার, শ্রী গুরু সিং সভা আয়োজিত, সকল গুরুদুয়ারার শিখ সম্প্রদায়ের মানুষেরা , রাসবিহারী মোরে একত্রিত হয়ে, একটি বিশাল বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে, শ্রী গুরু গোবিন্দ সিং এর জন্ম দিবস পালন করেন, কয়েক হাজার শিখ সম্প্রদায়ের মহিলা ও পুরুষ, শিশু ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা প্রতি বছরের ন্যায়, রাসবিহারী মোড় থেকে শুরু হয়ে, ভবানীপুর, জদুবাবুর বাজার, রবীন্দ্রসদন, ময়দান, পার্ক স্ট্রীট হয়ে ধর্মতলা ডরিনা ক্রসিং ধরে বড়বাজার পৌঁছান।

শ্রী গুরু গোবিন্দ সিং এর শোভাযাত্রার প্রথমে শিখ সম্প্রদায়ের গুরুরা কৃপান হাতে নিয়ে এগোতে থাকেন , এরপর সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা বাজনা সহকারে এগোতে থাকেন, তাহার পিছনে শিখ সম্প্রদায় পুরুষ ও মহিলারা ঝাড়ুদারা রাস্তা পরিষ্কার করতে করতে শোভাযাত্রায় এগিয়ে চলে, সর্বশেষে গুরুর জয়ধ্বনি দিতে দিতে জল ও পুষ্প ছড়িয়ে, করা ব্যারিকেড এর মধ্য দিয়ে শ্রী গুরু গোবিন্দ সিং এর গাড়ি ও শোভাযাত্রা এগিয়ে নিয়ে চলতে থাকে।

রাস্তার দুই ধারে অগণিত শিষ্য এবং সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন, এবং প্রশাসনের অফিসারেরা ধর্মতলা মোড় ব্যারিকেড করে দেন। কোনরকম গন্ডগোল না ঘটে। এবং রাস্তার দুই ধারে সকল শিষ্য এবং সাধারণ মানুষের হাতে বিভিন্ন রকম উপকরণ তুলে দেন।,

এই শোভাযাত্রার ফলে রাসবিহারী, মোড় থেকে সেন্ট্রাল মোড় পর্যন্ত যান চলাচল কিছুটা ব্যাহত হয়। কিছুক্ষণের জন্য গাড়ি-ঘোড়া বন্ধ হয়ে যায় এবং অন্যদিকে ঘুরিয়ে দিতে বাধ্য হয়। এই শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে বড়বাজারের দিকে রওনা হয়। শোভাযাত্রাটি বড় বাজারে গিয়ে শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn