
শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ ব্রহ্মচারী মহারাজ এর মৃত্যুতে শোক প্রকাশ
পরম পুজনীয় শ্রী শ্রী চন্ডীতীর্থ মেধশমুনি আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বুলবুলানন্দ ব্রহ্মচারী মহারাজ ৩১ মে ২০২৫ শনিবার সকাল ০৮.০০ঘটিকায় ইহলোকের মায়া ত্যাগ করে দিব্যধাম প্রাপ্ত হয়েছেন। মেধশ আশ্রমের মহারাজের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা জানাই পরম পিতার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধন সকলের শোক বহিবার শক্তি প্রদান করুক।
Post Views: ১৪৯