সোমবার - ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শ্রীমতী বিজলী প্রভা চৌধুরীর সাপ্তাহিক ক্রিয়া, অষ্টপরিষ্কারসহ মহতী সংঘদান সম্পন্ন

চন্দনাইশস্থ পশ্চিম সাতবাড়িয়া দেওয়ানজি পাড়া গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের প্রয়াত শ্রী অজয় চৌধুরীর সহধর্মিণী ও প্রয়াত সনৎ কুমার চৌধুরী মমতাময়ী মা এবং সাতবাড়িয়া শান্তি বিহারে ধর্মপ্রাণ উপাসিকা শ্রীমতী বিজলী প্রভা চৌধুরীর সাপ্তাহিক ক্রিয়া, অষ্টপরিষ্কারসহ মহতী সংঘদান তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাকপুরা তপোবন বিহারের অধ্যক্ষ বসুমিত্র মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো, বিশেষ অতিথি চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি জ্ঞানরত্ন মহাথেরো, দেবানন্দ মহাথেরো, সোমানন্দ মহাথেরো, চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক ও উত্তর হাশিমপুর বন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ থেরো, আরমিত্র মহাথেরো, জোয়ারা খানখানাবাদ ভাবনারাম অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরো, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সাধারণ সম্পাদক ধর্মদূত ড. সুমনপ্রিয় থেরো, জামিজুরি গৌতম বিহারের অধ্যক্ষ বোধিমিত্র থেরো, ত্রিশরী বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাথেরো, জোয়ারা পঞ্চরত্ন বিহারের অধ্যক্ষ বুদ্ধপাল থেরো, মনিহারগড় বিহারের অধ্যক্ষ সুমঙ্গল মহাথেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সংগঠক জে. বি.এস আনন্দবোধি থেরো, কাঞ্চনগর কনকারাম বিহারের অধ্যক্ষ লোকরত্ন থেরো, গাছবাড়িয়া অভিতাভ বিহারের অধ্যক্ষ শীলপ্রিয় ভিক্ষু,  শীলব্রত ভিক্ষু, বিনয়মিত্র ভিক্ষুসহ আরো মহান পূজনীয় ভিক্ষুসংঘ উপস্থিত ছিলেন। প্রয়াতার জ্ঞাতি ও আত্মীয় পরিজন উপস্থিত থেকে উপাসিকার পারলৌকিক সদগতি সুখ শান্তি কামনায় পুণ্যদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০১ বছর। তিনি পুত্র, পুত্রবধু, নাতি নাতনীসহ অসংখ্য আত্মীয় পরিজন রেখে যান।  অনুষ্ঠান উদ্বোধন করেন সাতবাড়িয়া শান্তি বিহারের অধ্যক্ষ তিষ্যমিত্র ভিক্ষু।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn