মঙ্গলবার - ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

শ্রীমতী কৃষ্ণা রাণী বড়ুয়া’র ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন

শ্রীমতী কৃষ্ণা রাণী বড়ুয়া’র ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অষ্টপরিস্কারসহ সংঘদান সম্পন্ন

আনন্দবার্তা ডেস্ক :-

সাতকানিয়া থানাধীন উত্তর পুরানগড় কালি নগর গ্রামের ঐতিহ্যঋদ্ধ জমিদার  পরিবারের প্রয়াত পবিন্দ্র লাল সিকদারে’র বড় মেয়ে রাঙ্গুনিয়া উপজেলাধীন পাট্টালিকুল গ্রামের ডাক্তার বাড়ির প্রয়াত রুক্ষিনী রঞ্জন বড়ুয়া’র মেজ সন্তান অবসরপ্রাপ্ত এগ্রিকালচার অফিসার বাবু প্রসাধন বড়ুুয়া সহধর্মিণী প্রয়াতা শিক্ষিকা শ্রীমতী কৃষ্ণা রাণী বড়ুয়া’র ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত অষ্টপরিস্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গতকাল  অক্সিজেনস্থ নিজ বিল্ডিংনে এ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ শাসনপ্রিয় মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বৈদ্যপাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞানমিত্র থেরো,প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি. এস আনন্দবোধি থের, সংঘদান অনুষ্ঠান উদ্ধোধন করেন অক্সিজেন ত্রিরত্ন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত শান্তিবোধি থেরো,সদ্ধর্মদেশনা করেন পাট্টালিকুল আনন্দরাম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আনন্দজ্যোতি ভিক্ষু,ভদন্ত প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু,রাহুলবোধি ভিক্ষু শ্রামণসহ আত্মীয় জ্ঞাতি স্বজন প্রমুখ।

উল্লেখ্য তিনি গত ২০১৩ সালে এপ্রিলের ২ তারিখে মৃত্যুবরণ করেন, মৃত্যুকালে স্বামী প্রসাধন বড়ুয়া ও তিন পুত্র বড় ছেলে প্রবাসী ডাক্তার লিটন বড়ুয়া, মেজ ছেলে প্রকৌশলী ছোটন বড়ুয়া , ছোট ছেলে সরকারি কর্মকর্তা মিল্টন বড়ুয়া ও পুত্র বধূ নাতি-নাতনী অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সংঘদান অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা করেন বাবু রতন কান্তি বড়ুয়া উপস্থিত ছিলেন অধ্যাপক  শান্তপদ বড়ুয়া, পরে সকলে প্রয়াতা কৃষ্ণা রাণী বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পুণ্য দান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn